এই মুহূর্তে কলকাতা

ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে দুর্যোগের পূর্বাভাস থাকায় জেলা সফর এক সপ্তাহ পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।


কলকাতা, ৮ মে:- সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় অশনি। দুর্যোগের পূর্বাভাসের জেরে সতর্কতা জারি হয়েছে রাজ্য জুড়ে। ফনি হোক বা আমফান বা সাম্প্রতিকতম ইয়াস, ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে দুর্যোগের পূর্বাভাস থাকলে নিজে পরিস্থিতির ওপর নজর রাখেন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ঘূর্ণিঝড় এর জেরে আগামী এক সপ্তাহ রাজ্য দুর্যোগের পূর্বাভাস থাকায় পরিকল্পিত জেলা সফর এক সপ্তাহ পিছিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ ই মের বদলে ১৭ ই মে পশ্চিম মেদিনীপুর সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ১৭ এবং ১৮ মে সেখানে থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন। ১৯ মে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন। কুণাল বাবু জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নবান্ন কন্ট্রোল রুম থেকে দুর্যোগ পরিস্থিতির ওপর নজরদারি চালাতে চান।

সে কারণেই জেলা সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত। আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, উত্তর-পশ্চিম অভিমুখে অন্ধ্র ওড়িশার উপকূলের দিকেই এগোচ্ছে ঘূর্ণিঝড়। মঙ্গলবার অর্থাৎ আগামী ১০ মে সন্ধ্যায় সে এসে হাজির হবে অন্ধ্র ওড়িশার উপকূলের খুব কাছে। রবিবার থেকেই বঙ্গোপসাগরের বুকে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। তারপর তা ধেয়ে যাবে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে। এর জেরে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেকথা মাথায় রেখেই পরিবর্তিত হল মুখ্যমন্ত্রীর সফরসূচি। আগামী ১০ তারিখ থেকেই বাংলার উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। ১১ ও ১২ মে ওই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

১০ থেকে ১২ তারিখ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মৎস্যজীবীদের সতর্ক করে বলে দেওয়া হয়েছে তাঁরা যেন ১০ তারিখ থেকে ১২ তারিখ অবশি সমুদ্রে মাছ ধরতে না যান। আগামী কয়েকদিন দীঘা, মন্দারমণি, তাজপুরের মতো পর্যটকপূর্ণ রাজ্যের সৈকতগুলিতে সতর্কতা জারি করা হয়েছে যাতে কোনও পর্যটক সমুদ্রে না নামেন। বিশেষ করে ১০ থেকে ১২ মে পর্যটকদের ওপর এই ক্ষেত্রে কড়া নজরদারি চালানো হবে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। ১১ এবং ১২মে উপকূলবর্তী তিন জেলা পূর্ব মেদিনীপুর ও দুই ২৪পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া বাকি সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।