এই মুহূর্তে জেলা

পুজোর মুখে বড়সড় দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে, ২ জনের মৃত্যুর আশঙ্কা। আহত আরও ২।


হাওড়া, ২১ সেপ্টেম্বর:- পুজোর মুখে বড়সড় দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে, ২ জনের মৃত্যুর আশঙ্কা। আহত আরও ২। জানা গেছে, শুক্রবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। একটি পণ্যবোঝাই লরি ডিভাইডার টপকে ঢুকে পড়ে পাশের লেনে। ওই দুর্ঘটনায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। বেসরকারি সূত্রের খবর, মৃত ২ লরির চালক। এবং আহত আরও ২ জন। দুর্ঘটনার পর এদেরকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় তিনটি গাড়ি। শুক্রবার রাত ১২টা নাগদ হাওড়া থেকে কলকাতার দিকে আসছিল পণ্যবোঝাই লরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই সেটি ঢুকে পড়ে পাশের উল্টো দিকের লেনে। এদিকে, দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য দ্বিতীয় হুগলি সেতুতে বন্ধ ছিল হাওড়া থেকে কলকাতাগামী লেন। যান চলাচল পরে স্বাভাবিক হয়।