এই মুহূর্তে জেলা

উদয়নারায়ণপুরে বানভাসি এলাকা পরিদর্শনে মমতা।


হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- উদয়নারায়ণপুরে মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি পরিদর্শনে বৃহস্পতিবার দুপুরে হাওড়ার উদয়নারায়ণপুরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বাংলাকে ডিভিসি ডোবাচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব। বন্যায় মানুষ আক্রান্ত। এই সময়টা রাজনীতির সময় নয়।

রিলিফ ক্যাম্প চলবে যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হয়। কেউ যাতে না রিলিফ থেকে বঞ্চিত হয় তা দেখতে হবে। আন্দোলনরত চিকিৎসকরা এখনো কাজে যোগ দেননি। আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করেছি। এর থেকে বেশি কিছু করার নেই।