এই মুহূর্তে জেলা

আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর বিচার চায় আর জি কর, প্রতিবাদে শিক্ষক থেকে শিল্পী চন্দননগরে।


হুগলি, ১১ সেপ্টেম্বর:- বিচার চেয়ে প্রতিবাদ মিছিল চিকিৎসক, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক বুদ্ধিজীবী, আইনজীবী থেকে সাধারন মানুষের। মিছিলে যোগ দেওয়া চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশিষ সরকার বলেন, এখনো পর্যন্ত একটা জেদের উপর দাঁড়িয়ে এই মিছিলে যারা আছেন তারা রাষ্ট্র ব্যবস্থার কাছে রাজ্য সরকারের কাছে জানতে চায় একটা সরকারি মেডিকেল কলেজে যে চিকিৎসক খুন হলেন, কেন খুন হলেন? কারা খুন করল?

সবচেয়ে লজ্জা এবং ঘৃনার এটা যে খুন হল তারপর অর্ধদিন ধরে তথ্য প্রমান লোপাট করার মত সংঘটিত অপরাধ হল। এগুলোর বিরুদ্ধে রাজ্যে দেশে বিদেশেও মানুষ নেমেছে। বলা হচ্ছে রাজনীতি হচ্ছে। কোনো রাজনীতি স্বতঃস্ফূর্ত ভাবে এই প্রতিবাদ হচ্ছে। বলা হচ্ছে মেডিকেল পরিষবা নাকি ভেঙে পরেছে যেটা সম্পূর্ণ মিথ্যা। খাদিনা মোর থেকে হাতে প্লাকার্ড নিয়ে ঘড়ির মোর পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়।