হুগলি, ৩ সেপ্টেম্বর:- একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে মিছিল দেখছে গোটা দেশ সেই সময় হুগলির শেওড়াফুলি স্টেশনে খালা হাতে বিক্ষোভ করছেন হকাররা। মুখে তাদের একটাই স্লোগান ‘হয় ভাত দিন নয় কাজ দিন।’ মঙ্গলবার সকালে এমনই দৃশ্য দেখা গেল শেওড়াফুলি স্টেশন চত্বরে। একেবারে রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান হকাররা। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না এমনটাই দাবি হকারদের। অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছিল হুগলির শেওড়াফুলি স্টেশন কে। স্টেশন চত্ত্বর সংলগ্ন এলাকায় যেখানে রেলের জায়গা রয়েছে সেইসব জায়গা খালি করে সেখানে নতুন করে নির্মাণ কাজ হওয়ার কথা রয়েছে। কিন্তু নির্মাণ কাজের বাধা কয়েকশো হকার।
রেলের জায়গা দখল করে তাদের ব্যবসা-বাণিজ্য। সেই কারণে রেলের জায়গায় জবরদখর উচ্ছেদ করতে শেওড়াফুলি রেলস্টেনের ওপরে ও রেল স্টেশন সংলগ্ন দোকানপাট সরানোর জন্য রেল প্রশাসনের তরফ থেকে নোটিশ জারি করা হয়। ৩রা সেপ্টেম্বর সমস্ত হকারদের উচ্ছেদে কথা জানিয়ে দেওয়া হয়। কিন্তু পুনর্বাসন না নিয়ে সেখান থেকে সরতে নারাজ হকাররা। রেলের তরফে কয়েকশো পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। লাঠি ও ঢাল হাতে পুলিশের কমবাট ফোর্স তৈরি রয়েছে পরিস্থিতি মোকাবেলা দেওয়ার জন্য। তবে বিক্ষোভকারী হকারদের আন্দোলনের কারণে তিন তারিখ দিনভর উচ্ছেদের কাজ শুরু করতে পারেনি রেল। অমৃত ভারত প্রকল্পের কাজ রয়েছে থমকে দাঁড়িয়ে।