এই মুহূর্তে জেলা

আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সহ অন্যান্য সংগঠনের নবান্ন অভিযান, শহর জুড়ে পুলিশি নিরাপত্তা, সতর্ক পুলিশ।


হাওড়া, ২৭ আগস্ট:- আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠনের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হচ্ছে পুলিশ, র‍্যাফ এবং কমব্যাট ফোর্স। এদিন সকাল থেকেই হাওড়া ময়দান চত্বরে সমস্ত দোকান বন্ধ রাখা হয়েছে। একবারে শুনশান এলাকা। হাওড়া সিটি পুলিশের কর্মীরা ময়দানের ফার্স্ট ব্যারিকেড তৈরিতে ব্যস্ত। সকাল থেকেই বালির বস্তা এবং লোহার শক্তপোক্ত ব্যারিকেড করা হয়েছে। ওয়েল্ডিং এর মাধ্যমে ব্যারিকেডগুলি লাগানো হচ্ছে। সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

হাওড়া ময়দানে জল কামানো প্রস্তুত রাখা হয়েছে। চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা হাওড়া ময়দান এলাকায়। প্রসঙ্গত, এদিন সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফোরশোর রোড, লক্ষ্মীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে। এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখগুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এছাড়াও জল কামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে। আইজি র‍্যাঙ্কের চার পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা এদিন নিরাপত্তার দায়িত্বে থাকছেন। জানা গেছে, এদিন ২,১০০ পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হচ্ছে। এর জন্যে হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা আসছেন।