এই মুহূর্তে কলকাতা

বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা।

কলকাতা, ২৫ আগস্ট:- বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই। আর জি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক, দেবাশিষ সোমের কেষ্টপুরের বাড়িতে সিবিআই। এন্টালিতে আর কি করের প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই, সঞ্জয় বশিষ্ঠ। হাওড়ায় আর জি কর মেডিক্যাল সাপ্লায়ার বাড়িতে সিবিআই। হাওড়ার হাটগাছায় বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই।