হুগলি, ২০ আগস্ট:- ভদ্রেশ্বর খুঁরিগাছি এলাকায় ঘুমন্ত অবস্থায় যুবককে ছুরি মেরে খুন!মৃতের নাম গুড্ডু যাদব। বয়স ২৫ বছর। তদন্তে চন্দননগর পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভদ্রেশ্বর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড খুঁরিগাছি এলাকায় খাটাল রয়েছে যাদবদের। গুড্ডু তাদের খাটালের ভিতর চৌকিতে ঘুমিয়ে ছিলেন প্রতিদিনের মত। তার সঙ্গে তার ভাই এক জামাইবাবু ও এক দাদু শুয়েছিলেন। আজ ভোর তিনটে নাগাদ গুড্ডুর পেটে ছুরি মারে দুষ্কৃতি। গুড্ডুর ভাই ছোট্টু দেখতে পেয়ে চিৎকার করে পালিয়ে যায় আততায়ী। টোটো করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।
ভদ্রেশ্বর থানার পুলিশ চন্দননগর পুলিশের গোয়েন্দারা ঘটনাস্থলে যান। তদন্ত শুরু হয়। পুলিশের প্রাথমিক অনুমান ব্যাক্তিগত শত্রুতার জেরে এই খুন হতে পারে। স্থানীয়রা জানিয়েছেন খাটালে বহিরাগতদের আনাগোনা ছিল। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, পরিবার এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে কিছু সূত্র পাওয়া গেছে।তদন্ত সব দিক খতিয়ে দেখা হচ্ছে।