হাওড়া, ১৬ আগস্ট:- আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাওড়াতেও বেলুড়, গোলাবাড়ি, পাওয়ার হাউস মোড় সহ বিভিন্ন জায়গায় রাস্তা রোকো কর্মসূচি নিয়েছে বিজেপি। চলছে অবরোধ বিক্ষোভ। রাস্তায় অবরোধকারীরা বসে পড়লে পুলিশ বলপ্রয়োগ করে তাদের সরিয়ে দেয়। পাশাপাশি একই দাবি নিয়ে রাজপথে হাওড়া কোর্টের আইনজীবীরা।
পোস্টার, ব্যানার হাতে প্রতিবাদে নামেন তাঁরা। আরজি করের ঘটনায় প্রতিবাদ মিছিল বার করেন আইনজীবীরা। স্লোগান ওঠে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তি এবং হাসপাতালে ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার করতে হবে। এই দাবিতে শুক্রবার দুপুরে হাওড়া কোর্টের আইনজীবীরা প্রতিবাদ মিছিল করেন।