হুগলি, ১৫ এপ্রিল:- হুগলি জেলার শ্রীরামপুর লোকসভার সিপিআইএমের প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে, প্রচারে নামলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। নবগ্রমের পাঠচক্র থেকে দীপ্সিতার সমর্থনে প্রচার মিছিল শুরু হয়। প্রায় দুই শতকের বেশি কর্মী সমর্থকদের নিয়ে নবগ্রামের বিভিন্ন রাস্তা ধরে প্রায় ৩ কিমি রাস্তা ধরে চলে মিছিল।
হুড খোল টোটোতে দীপ্সিতার সঙ্গে সুজন চক্রবর্তী এলাকায় ঘুরে সারেন জনসংযোগ। পথ চলতি মানুষের সঙ্গে হাত মেলান। একই সঙ্গে দুর্নীতি মুক্ত লোকসভা গড়ার জন্য মানুষকে আবেদন করেন দ্বীপ্সিতাকে লোকসভা নির্বাচনে জয়ী করার জন্য।