এই মুহূর্তে জেলা

পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির এমপি ও মন্ত্রীদের শিরদাঁড়াহীন ও কাপুরুষ বলে কটাক্ষ কল্যাণের।

হুগলি, ৪ আগস্ট:- পশ্চিমবাংলা থেকে নির্বাচিত বিজেপির এমপি মন্ত্রীদের শিরদাড়াহীন কাপুরুষ বললেন কল্যাণ। এদিন একই মঞ্চে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও গতবারের পরাজিত বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল রাজনীতিতে কি তাহলে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগর শহরে অন্য হওয়া প্রশ্ন খুঁজছে রাজনৈতিক মহল। কিশোর কুমারের জন্মদিনে তার আবক্ষ মূর্তি উন্মোচন করলেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র কিশোর কুমারের ৯৫ তম জন্মদিনে রাজনীতির ঊর্ধ্বে সংগীতের পৃষ্ঠপোষকতায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগর সূর্য সেন স্ট্রিট এলাকায় রবিবার সকালে অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয় কিশোর কুমারের জন্মদিনের। আর সেখানেই ডিভিসির জল ছাড়া নিয়েএকেবারে বিস্ফোরক মন্তব্য করেন শ্রীরামপুর সংসদ।
এইদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র সরকার একেবারে শিরদাঁড়াহীন একটি সরকার। বাংলার উপর অন্যায় ভাবে প্রতিবার প্লাবনের সৃষ্টি করছে। বাংলার জনগণ কে বারবার বঞ্চিত করছে এই কেন্দ্র সরকার।

বাংলায় দুজন বিজেপির এমপি ও দুজন এমপি আছেন তারা একেবারেই বাংলা বিরোধী এমনই মন্তব্য করেন সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানান, জীবনে অনেক মূর্তি অনেক অনুষ্ঠানে তিনি গিয়েছেন। তবে কিশোর কুমারের মূর্তি উন্মোচন করে তিনি নিজেকে গর্বিত বলে মনে করছেন। কারণ তিনি নিজেও কিশোর কুমারের পরম ভক্ত। এদিন এই অনুষ্ঠানে আবার উপস্থিত ছিলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের গতবারের পরাজিত বিজেপি দলের প্রার্থী প্রবীর ঘোষাল, তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিয়েছিলেন ২০২১ সালের বিধানসভা ভোটের আগে। কিন্তু বিজেপির হয়ে প্রার্থী হয়েও তিনি সেবার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন। এরপর এখনো তৃণমূল পতাকা আবার হাতে না ধরলেও বিজেপি থেকে নাকি দূরেই আছেন বলে জানা যায় রাজনৈতিক মহলে।এদিন প্রবীর ঘোষাল বলেন, রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে আজ সংগীত জগতের পৃষ্ঠপোষকদের একত্রিত হওয়ার জায়গা তৈরি হয়েছে কোন্নগরে। কল্যান বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই জায়গায় যাতে একটি গানের স্কুল তৈরি করা যায় তার দিকে নজর দেওয়ার জন্য এবং সেই দিকেই অগ্রসর হবেন এবার তারা। তবে রাজনৈতিক মহলের সবার নজর কেড়েছে এবার একই মঞ্চে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও পরাজিত বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের উপস্থিতি।