হাওড়া, ২ আগস্ট:- গাইঘাটা খালের জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক বৃদ্ধ। নিখোঁজ বৃদ্ধের নাম পুষ্পন্ন সাঁতরা। বয়স ৭৬। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানা এলাকার কড়িয়া চকে। শুক্রবার বিকেলে গাইঘাটা খালের ওপারে প্রতিদিনকার মতো তিনি মাঠ থেকে দিনের শেষে গরু আনতে গিয়েছিলেন।
এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মিলছে না। রাতেই বাগনান থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল এবং বাগনান থানার পুলিশ। এখনও পর্যন্ত নিখোঁজ বৃদ্ধের খোঁজ মেলেনি।