কলকাতা, ৩০ জুলাই:- মুখ্যমন্ত্রীর নির্দেশ মত বিজেপির বাংলা ভাগের চেষ্টার বিরোধিতা করে প্রস্তাব আছে বিধানসভায়। সরকারপক্ষের আনা প্রস্তাবের উপর আগামী সোমবার আলোচনা হবে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওইদিন অধিবেশনের প্রথমার্ধে দু’ঘণ্টা বাংলা ভাগ করা বিষয়ে আলোচনা হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই আলোচনায় অংশ নেবেন বলে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের সূত্রে জানা গেছে।
এই প্রসঙ্গে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, যেহেতু এরাজ্যের মানুষ বিজেপিকে বারবার ভোটে প্রত্যাখ্যান করেছে তাই রাজ্যকে দুর্বল করতে বাংলা ভাগ করার চক্রান্ত করা হচ্ছে। এই প্রস্তাব আনার উদ্দেশ্য বাংলার মানুষকে একটা বার্তা দেওয়া৷ যায় এই চক্রান্তের বিরুদ্ধে সবাই এক হতে পারে। প্রসঙ্গত, বাংলা ভাগের বিরুদ্ধে এই ধরনের প্রস্তাব রাজ্য বিধানসভায় এবার প্রথম নয়৷ গত বছর ফেব্রুয়ারি মাসেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ ধরনের প্রস্তাব আনা হয়। এছাড়া গোর্খাল্যান্ড নিয়ে আন্দোলনের সময়ও একইভাবে বাংলা ভাগের বিরোধিতা করে প্রস্তাব এসেছিল।