হুগলি, ২৭ জুন:- লোকসভা ভোটের আগে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জির ইলেকশন এজেন্ট এর জন্য তাকে নির্বাচিত করে দল। দলের নির্দেশ মতোই শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা তার পুরপ্রধান পথ থেকে ইস্তফা দিয়ে কল্যাণ ব্যানার্জির নির্বাচনী এজেন্ট হন। তারপরেই লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন কল্যাণ ব্যানার্জি।
আবারো পুনরায় দলের নির্দেশ মতোই ক্ষমতায় আসেন গিরিধারী সাহা। দলের পক্ষ থেকে পুরপ্রধান পদের জন্য পুনর্নির্বাচনের কথা জানানো হয় সেখানেই গিরিধারী সাহার বিরোধিতা করেননি কেউ এবং হাসিমুখে স্বাগত জানিয়েছেন পূর্বের পুরপ্রধানকেই। আজ বিকালে পুরসভার ভবনেই শ্রীরামপুরের এসডিওর হাত ধরে শপথ বাক্য পাঠ করে আবারো নির্বাচিত হন গিরিধারী সাহা। তাকে স্বাগত জানান পুরপ্রতিনিধিরা।