এই মুহূর্তে কলকাতা

মানিকতলা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন বিজেপির কল্যান চৌবে।

কলকাতা, ২০ জুন:- দীর্ঘ দুই বছর পর মানিক তলা বিধান সভার উপ নির্বাচন হতে চলেছে। এলাকার মানুষ নতুন বিধায়ক পেতে চলেছে। সাধন পাণ্ডে র মৃত্যুর পর আইনি জটিলতার কারনে আসন টি খালি ছিল। সেই আসন এবার উপনির্বাচন হতে চলেছে। যেখানে প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস এর সুপতি পাণ্ডে প্রযাত সাধন পাণ্ডের স্ত্রী। সিপিএমএর রাজীব মজুমদার ও বিজেপির কল্যাণ চৌবে। তাই আজ মহা সমারোহে বিজেপির পক্ষ থেকে নমিনেশন জমা দিলেন কল্যাণ চৌবে। সঙ্গে ছিল উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমোঘনো ঘোষ ও পৌর প্রতিনিধি মিনা দেবী পুরোহিত।