হাওড়া, ১৫ জুন:- শনিবার দুপুরে হাওড়ার বাগনান থানা এলাকার বরুন্দায় একটি রাইস মিলের বয়লার ফেটে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর জখম হন বলে জানা গিয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ বরুন্দার ওই রাইস মিলে বিকট শব্দে বয়লার ফেটে যায়। বয়লার ফাটার তীব্রতা এতটাই ছিল যে এলাকার প্রায় এক কিলোমিটার জুড়ে বাড়ির জানালার কাঁচ ভেঙে যায় এবং ব্যাপক ক্ষতি হয়। বিস্ফোরনের তীব্রতায় আতঙ্কিত হয়ে ওঠেন স্থানীয় লোকজন। এলাকায় উত্তেজন থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।