এই মুহূর্তে জেলা

ভবানিপুরে উপনির্বাচনে লড়াই হবে বিজেপি ও তৃণমূলের- দিলীপ ঘোষ।

আরামবাগ, ১৭ সেপ্টেম্বর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উপলক্ষে আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন আরামবাগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ তৃনমুল নেত্রী তথা তৃনমুলকে ভবানীপুরের উপনির্বাচন নিয়ে তীব্র কটাক্ষ করলেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,উপনির্বাচন হচ্ছে। মুলত তৃনমুল ও বিজেপির মধ্যে হবে। বিজেপি টক্কর দিচ্ছে। মুখ্যমন্ত্রী সকাল থেকে পাড়ায় ঝাঁন্ডা বাঁধছেন। এর আগে কোনওদিন বাঁধতে হয়নি। ঘনিষ্ঠ মন্ত্রীদের ফুটপাতে বসে চা খেতে হচ্ছে। পাড়ায় পাড়ায় ঘুরতে হচ্ছে। বিজেপির সঙ্গে লড়াইটা যে কঠিন হবে তা বুঝতে পারছে। বিজেপি একবার হারিয়েছে আর একবার হারাবে।

হুগলির আরামবাগের এই কর্মসূচিতে উপস্থিত মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ, গোঘাট, পুড়শুড়া বিধানসভার বিধায়ক মধুসূদন বাগ, বিশ্বনাথ কারক ও বিমান ঘোষসহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এদিন খানাকুলের বন্যা নিয়ে ঘাটার মাস্টার প্লানের বাস্তবায়িত করা নুয়ে প্রশ্ন করা হলে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ঘাটাল, আরামবাগ, খানাকুল প্রায় প্রতি বছর প্লাবিত হয়। এটা একশো বছরের সমস্যা। ১০০ বছর ধরেও কোনও পরিবতন হয়নি কেন? দশ বছরে তৃনমুল একটা নালাও করেনি। ব্রীজও হয়নি।কেন্দ্রীয় সরকার সহযোগিতা করতে রাজী আছে। একটা পয়সা খরচ না করে নাম নিতে চায়। তাই কেন্দ্রীয় প্রোজেক্ট নিতে চায় না। বন্যার হাত থেকে আরামবাগ ও ঘাটালকে বাঁচাতে এটা দুর হওয়া প্রয়োজন। এদিন আরামবাগে এসে বিজেপির রাজ্য সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত কর্মসূচির সুচনা করার পাশাপাশি সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠক থেকে এভাবেই তীব্র সমালোচনা করেন তৃনমুলের।