কলকাতা, ১২ জুন:- দীর্ঘ প্রতীক্ষা অবসান ঘঠলো আজ, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হলো এই বছরের বেঙ্গল প্রো টি-২০ লীগ, এই বছরই প্রথম শুরু হচ্ছে এই লীগ, এই ম্যাচের বিরতিতে ল্যাজার শো’য়ের প্রদর্শন দেখা গেলো মাঠে, এইবার আসছি ম্যাচে বিস্তারিত খেলার খবরে, আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিলো সার্ভটেক শিলিগুড়ি স্ট্রিকারস পুরুষ দল বনাম হারবার ডায়মন্ডস পুরুষ দল,
“রাজকুমার পালের স্পিনের জাদু ও সুরজ সিন্ধু জয়সওয়ালের আগুনে গতির সামনে বেকায়দায় পড়লো মনোজ ব্রিগেড, ১৪২ রান তাড়া করতে গিয়ে ১৩৩ রানেই আটকে গেল হারবার ডায়মন্ড, হারবার ডায়মন্ডের ক্রিকেটার প্রয়াস রায় বর্মন (৩২ রান) এবং বাদল সিং বলওয়ান(৩৭ রান) আপ্রাণ চেষ্টা চালালেও অধরা থেকে গেলো ১৪২ রানের লক্ষ্য, বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের প্রথম ম্যাচেই সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ৮ রানে হারবার ডায়মন্ডকে পরাজিত করে এই ম্যাচ জয় লাভ করলো, শিলিগুড়ির হয়ে চারটি উইকেট নেন সুরজ সিন্ধু জয়সওয়াল এবং তিনটি উইকেট নেন রাজকুমার পাল”।










