এই মুহূর্তে জেলা

একের পর এক সিসিটিভি ভাঙায় চাঞ্চল্য বেলুড়ে।

হাওড়া, ১১ জুন:- বেলুড়ের গিরীশ ঘোষ রোডে বাজার এলাকায় লাগানো সিসি ক্যামেরা ভাঙার অভিযোগে চঞ্চল্য। বড়োসড়ো কোনও ক্রাইম করার ছক বলে দাবি ব্যবসায়ীদের। বেলুড় গিরিশ রোড ও ঠাকুরনপুকুর এলাকায় রাতের অন্ধকারের একের পর এক সিসি ক্যামেরা ভাঙার অভিযোগ। এলাকায় একাধিক জুয়েলারী শপ থেকে শুরু করে রয়েছে বড় বড় দোকান। তাহলে কি ফের ডাকাতির ছক রয়েছে দুষ্কৃতীদের উঠছে প্রশ্ন।

সম্প্রতি রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় আতঙ্কিত বেলুড় এলাকার ব্যবসায়ীরা। রানীগঞ্জে গোটা ডাকাতির ঘাটনা সিসিটিভি বন্দি হয়েছে। সেই কারণেই কি এই ভাবে গোটা এলাকার প্রায় ১০ টি ক্যামেরা ভাঙা হলো তা নিয়ে আতঙ্কিত ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। এই ঘটনায় কপালে ভাঁজ বেলুড় থানার পুলিশেরও। কে বা কারা রাতের অন্ধকারে এতগুলো সিসি ক্যামেরা ভাঙলো ক্যামেরা তা খতিয়ে দেখছে পুলিশ। আর এই ক্যামেরা ভাঙার ছবি বন্দি হয়েছে সিসিটিভিতে।