এই মুহূর্তে জেলা

তৃণমূলের বিজয় মিছিলের আগে উদ্ধার তাজা বোমা ! হাওড়ার জগৎবল্লভপুরে উত্তেজনা।


হাওড়া, ৯ জুন:- শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জগৎবল্লভপুর বিধানসভা এলাকায় এবার উদ্ধার হলো তাজা বোমা। জগৎবল্লভপুরের মুন্সিরহাট বিডিও অফিস সংলগ্ন পুরাতন গোডাউন ধার থেকে রবিবার দুপুরে উদ্ধার হয় মোট চারটি বোমা। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ বিডিও অফিসের সামনে থেকে তৃণমূলের বিজয় মিছিল হওয়ার কথা ছিল।

আর তার আগেই উদ্ধার হয় ওই তাজা বোমা। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে জগৎবল্লভপুর এলাকায়। বোমাগুলি উদ্ধার করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। কে বা কারা এই ঘটনায় যুক্ত পুলিশ তা তদন্ত করে দেখছে।