কলকাতা, ৩০ মে:- সপ্তম দফা শেষ পর্বে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নজিরবিহীন ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। একদিকে এই পড়বে ভোট গ্রহণ শান্তিপূর্ণ রাখতে সেরকম সর্বাধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তেমনি শহর অঞ্চলের ভোটারদের ভোট বিমুখতা দূর করতে তৃণমূল স্তরে প্রচার ও চালানো হয়েছে কমিশনার তরফে। কলকাতা উত্তর ও দক্ষিণ দুই শহরকেন্দ্রিক সংসদীয় ক্ষেত্রের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ম্যাচ স্কট ম্যাসকট। এছাড়া রেলওয়ে, পরিবহন দপ্তরকে ব্যবহার করেও বিশেষ প্রচার চালানো হয়েছে। যার ফলে কমিশনের আশা এবার কলকাতাতে ও রেকর্ডসংখ্যক ভোটদাতা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে হাজির হবেন। বিগত ছয় পর্বে দেশের সর্বাধিক ভোটের নজির পশ্চিমবঙ্গ অক্ষুণ্ন রাখবে শেষ দফাতেও। লোকসভা নির্বাচনের একেবারে শেষ দফায় ভোট রয়েছে কলকাতা শহরাঞ্চলে।শেষ দফার ভোটকে সামনে রেখে নজিরবিহীন নিরাপত্তার ও ব্যবস্থা করা হয়েছে। এই পর্বেই মোতায়ন থাকবে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা আজ থেকে মাঠে নেমেছেন। সাম্প্রতিক কালে রাজনৈতিক অশান্তির শীর্ষে থাকা সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ বাসন্তী এবং কলকাতার দুই কেন্দ্রের দিকে বিশেষ দৃষ্টি রাখছে কমিশন। শুধুমাত্র কলকাতাতেই মোতায়েন করা হবে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
থাকবে ১২ হাজার হাজার ৭০০ পুলিশ কর্মী।পাশাপাশি, টহল দেবে কেন্দ্রীয় বাহিনীর ৩২৪টি বিশেষ কুইক রেসপন্স টিম। জানা গিয়েছে, এই বিশেষ দল কলকাতা ছাড়া শহরতলিতেও টহল দেবে। কোথাও গণ্ডগোল হলে যাতে ১০ মিনিটের মধ্যে কুইক রেসপন্স টিম পৌঁছে যেতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে। ৮০ টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড শহরজুড়ে টহলদারি চালাবে। শহরের প্রবেশ পথে বিভিন্ন এলাকায় মোট ৪৫ টি নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। প্রতিটিতে থাকবে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি স্ট্যাটিক সার্ভেল্যান্স টিমএবং ফ্লাইং স্কোয়াড এর সঙ্গে ও থাকবে হাফ সেকশন কেন্দ্রীয় করে কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি বহুতল বস্তি এলাকায় ও হোটেল গুলিতেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতা কেন্দ্রে ১৮৬৯ বুথের জন্য ৬৬.৫ কোম্পানি, দক্ষিণ কলকাতা কেন্দ্রে ২০৭৮ বুথের জন্য ৮২.৬১ কোম্পানি, যাদবপুর কেন্দ্রে ৯৪৩টি বুথের জন্য ৩৬.৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। কলকাতা পুলিশের আওতায় এবার যুক্ত করা হয়েছে ভাঙড়কেও। স্পর্শকাতর এলাকা হিসেবে অতিরিক্ত নিরাপত্তা থাকছে ভাঙড়ে, মোতায়েন করা হবে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের দুদিন আগে থেকেই কড়া নিরাপত্তা শহর জুড়ে। ১৪৪ ধারা জারির পাশাপাশি চলছে নাকা চেকিং।নির্বাচনে কলকাতা মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ রাত থেকেই শহর জুড়ে ৭২ টি নৈশ টহলদারি ভ্যান নামানো হচ্ছে। প্রতিটি ভ্যানে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে।