এই মুহূর্তে কলকাতা

মঙ্গলবার থেকে কলকাতায় দু মাসের জন্য জারি থাকবে ১৪৪ ধারা!

কলকাতা, ২৪ মে:- আগামী মঙ্গলবার থেকে কলকাতার একাংশে দুমাসের জন্য জারি থাকবে ১৪৪ ধারা। শুক্রবার নোটিশ জারি করে এই কথাই জানিয়েছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। কলকাতায় হিংসাত্মক কার্যকলাপ চালানো হতে পারে বলে পুলিশের কাছে খবর রয়েছে। এই কারণেই ১৪৪ ধারা জারি হতে চলেছে শহর কলকাতায়। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার থেকে ২৬ জুলাই পর্যন্ত কলকাতার বিভিন্ন রাস্তায় ১৪৪ ধারা জারি থাকবে। এরফলে কলকাতার কোনও জায়গায় কোনও মিটিং, মিছিল বা জমায়েত করা যাবে না। কেউ ধর্নাতেও বসতে পারবে না।

কারো হাতে যদি কোনও ধারালো অস্ত্র বা লাঠি জাতীয় জিনিস থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। এদিন ১৪৪ ধারা জারি করার কথা বলে কলকাতার নগরপাল বিনীত গোয়েল জানান, কলকাতায় হিংসাত্মক কার্যকলাপ করার ছক চলছে। গণ্ডগোল হতে পারে ধর্মতলা এলাকায়। আগামী মঙ্গলবার থেকে কলকাতার রাস্তায় পাঁচ জন বা তার থেকে বেশি লোক জমায়েত হতে পারবে না। জানা যাচ্ছে, যেদিন থেকে কলকাতায় ১৪৪ ধারা জারি হচ্ছে, সেইদিন রোড শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আগামী মঙ্গলবার স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু হবে মোদির মিছিল। স্বামীজির মূর্তিতে মালা দিয়ে মিছিল এগিয়ে যাবে শ্যামবাজারের উদ্দেশ্যে।