হাওড়া, ১১ জুন:- হাওড়া গ্রামীণের বিজেপির কার্যালয়ে শুক্রবার ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি, একাধিক বাইক ও প্রাইভেট গাড়ি ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। শনিবার সকালে ওই পার্টি অফিস পরিদর্শন করে দেখলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দলীয় কর্মী ও নেতাদের সঙ্গেও কথা বলেন তিনি। বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে গত দুদিন ধরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে হাওড়ায়। গতকাল উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপির পার্টি কার্যালয়ে ভাঙচুরের পর সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শনিবার সকালে দলীয় অফিস পরিদর্শন করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি মনসাতলায় বিজেপির কার্যালয় ঘুরে দেখেন। গতকালের ওই ঘটনায় বিজেপির মনসাতলা কার্যালয় পুড়িয়ে দেয়া হয় বলে অভিযোগ। এদিন ভস্মীভূত পার্টি অফিস পরিদর্শন করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। হাওড়ার মনসাতলায় এদিন সকালে তিনি আসেন। পুড়ে যাওয়া মনসাতলা বিজেপির কার্যালয়ে এসে অগ্নিদগ্ধ পরিস্থিতি তিনি পরিদর্শন করেন।