এই মুহূর্তে জেলা

তৃণমূলের যুব কর্মীসভা হাওড়ায়, সাংবাদিকদের মুখোমুখি ডা: শশী পাঁজা।


হাওড়া, ৭ এপ্রিল:- লোকসভা ভোটের প্রাক্কালে রবিবার বিকেলে হাওড়া সদরে এক যুব কর্মীসভার আয়োজন করা হয় হাওড়ার শরৎ সদনে। হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্রের উদ্যোগে আয়োজিত ওই কর্মীসভায় এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী ডা: শশী পাঁজা। এদিন তিনি বলেন, মোদীর গ্যারান্টি ফেল করেছে। আর দিদির গ্যারান্টি পাশ হয়েছে। ৭১টি প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাচ্ছেন। বিজেপি জমিদার, বিজেপি বহিরাগত। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ব্রিগেডের সভা থেকে তৃণমূলের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। কিন্তু বিজেপি এখনও বাংলার দুটি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতেই পারেনি। বিজেপি নেতারা আগে দাবি করেছিলেন যে তারা বাংলায় ৪২টি আসনের মধ্যে ৪২টিতেই জিতবে।

তারপর ৩৫টি আসনে এসে দাঁড়ালেন আর তারপর ২৫টিতে এসে। এখন কোথায় পৌঁছেছেন তা অবশ্য জানা যায়নি। তিনি বলেন, যে বিজেপি দল এখনও বাংলার দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি, তারা শুধু বাংলায় নয়, ভারতের অন্যান্য জায়গায়ও অনেক আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারছে না। যারা প্রার্থী ঘোষণা করতে পারছেন না তারা কী করতে পারবেন। তার কি গ্যারেন্টি। বাংলা টার্গেট হয়ে গেছে বিজেপির চোখে। বিভিন্ন কমিশন আসছে। বাংলাকে বদনাম করছে। তৃণমূলকে বদনাম করছে। এখন প্রত্যেক প্রার্থীর হয়ে যদি প্রধানমন্ত্রীকে প্রচারে আসতে হয় তাহলে বোঝাই যায় রাজ্যে বিজেপির কী হাল।