এই মুহূর্তে কলকাতা

তীব্র তাপপ্রবাহ জনিত কারণে গত এক সপ্তাহে রাজ্যে ৩৩ জন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

কলকাতা, ৪ মে:- রাজ্যে বিশেষ করে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ জনিত কারণে গত এক সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৩৩ জন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের নির্দেশে বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা নির্দিষ্ট পোর্টালে তাপ জনিত অসুস্থতায় আক্রমণের যে তথ্য নথিভুক্ত করেছেন সেখানে মোট এই পরিসংখ্যান উঠে এসেছে।

তবে প্রত্যেককেই চিকিৎসায় সুস্থ করা সম্ভব হয়েছে। তীব্র গরমে তাপজনিত অসুস্থতা নিয়ে এপ্রিলের শুরুতেই সতর্কতা জারি করেছিল স্বাস্থ্য দফতর। সেই সময়ে নির্দিষ্ট পোর্টালে তাপজনিত অসুস্থতায় আক্রান্তদের তথ্য নথিভুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানেই গত এক সপ্তাহে ৩৩ জন অসুস্থের তথ্য আপলোড হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর। যার বড় অংশই বিভিন্ন জেলার। যেখানে তাপপ্রবাহের মাত্রা বেশি। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, ‘অসুস্থেরা খুব সঙ্কটজনক হয়েছিলেন, তেমনটা নয়। প্রত্যেককেই চিকিৎসায় সুস্থ করা সম্ভব হয়েছে।’।