হাওড়া, ২৯ এপ্রিল:- হাওড়ার আমতায় বাকসী মাঠে লোকসভার নির্বাচনী জনসভায় ফের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আরও একবার গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হয়নি। একশ দিনের টাকা বাকি রেখেছে। রাজ্য সরকার তা দিতে শুরু করেছে। বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে নানা আবেদন করলেও কোনও ফল পাওয়া যায়নি। সেই সমস্যাও আগামী দিনে দূর করবে রাজ্য সরকার। মানুষের বাড়ি বানিয়ে দেবার কেন্দ্রীয় দায়িত্ব পূরণ হয়নি। এক্ষেত্রেও রাজ্য সরকার বঞ্চিত বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, হাওড়ার আমতা উদয়নারায়ণপুরে বন্যা হয়। সেই সমস্যা দূর করতে বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু সেভাবে সাড়া মেলেনি কেন্দ্রের কাছ থেকে।
তিনি বলেন, এখানে নবজোয়ার কর্মসূচির সময়ে এসে জানতে পারি লক্ষীর ভান্ডারের পাঁচশো টাকায় সংসার চলছে না। সেই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িয়ে তা এক হাজার টাকা করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এই লক্ষীর ভান্ডার বন্ধ হবেনা। গণতন্ত্রে সবচেয়ে শক্তিশালী কোনও মন্ত্রী নন, গনতন্ত্রের সবচেয়ে বেশি শক্তিশালী জনগন। আগামী ২০ মে পঞ্চম দফা নির্বাচনে হাওড়ার জনগন বিজেপিকে এই বঞ্চনার জবাব দিক। জনগণ এমন দেখাক যাতে আগামী চার জুন ভোট গণণার দিন বিজেপির নেতারা চোখে পদ্মফুল না দেখুক তারা চোখে সর্ষে ফুল দেখুক।