এই মুহূর্তে জেলা

ডাউন পান্ডুয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি।বন্ধ বর্ধমান হাওড়া ডাউন লাইনে ট্রেন চলাচল।


হুগলি, ২২ এপ্রিল:- ডাউন পান্ডুয়া লোকাল পান্ডুয়া স্টেশন ছেড়ে বেরোনোর পর ১.৩৩ মিনিটে জয়পুর রেল গেটে প্যান্টোগ্রাফ ভেঙে দাঁড়িয়ে যায়। ক্রসিং এ ট্রেন দাঁড়িয়ে পরায় রিভার্স লাইন দিয়েও ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে।শুধু আপ লাইনে ট্রেন বর্ধমানের দিকে চলছে।

প্রায় দের ঘন্টা হয়ে গেলেও এখনো বন্ধ ডাউন লাইন। প্রচন্ড গরমে ট্রেন থেকে নেমে পরেন যাত্রীরা।রেল গেট বন্ধ থাকায় গাড়ির সমস্যা হয় গাড়ি চলাচলেও। ট্রেনের গার্ড জানিয়েছেন কাজ চলছে প্যান্টো সারানোর।