এই মুহূর্তে জেলা

বাম আমলের জল যন্ত্রনার সমাধান না হওয়ায় ক্ষোভ স্থানীয় মানুষের।

হুগলি, ৫ আগস্ট:- বাম আমলের জল যন্ত্রনার এখনও সমস্যার সমাধান না হওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ স্থানীয় মানুষের।অতিবৃষ্টির জেড়ে হুগলির আরামবাগের সুর্যসেন পল্লীর বাসিন্দাদের নাজেহাল অবস্থা। পুরোপুরি রাস্তায় ড্রেনের নোংরা জল জমে প্রান ওষ্ঠাগত অবস্থা তাদের। হুগলির আরামবাগ পৌরসভার সূর্যসেন পল্লীর পাঁচ নম্বর ওয়ার্ড পুরো জলমগ্ন। রাস্তার জল ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে। অভিযোগ অল্প বৃষ্টি হলে নাকি ড্রেন উপছে রাস্তায় জল চলে আসে বাড়িতে এবং সেই রাস্তায় জল বাড়ির মধ্যে প্রবেশ করে।কিন্তু প্রশাসনের কোনও হুশ নেই।এই সমস্যা সেই বাম আমল থেকেই চলে আসছে। ২০১১ সালে তৃনমুল ক্ষমতায় পরেও আরামবাগ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জল যন্ত্রণার কোনও সমাধান হয়নি বলে অভিযোগ।

স্থানীয় মানুষের দাবী, আরামবাগ শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের জল এই ওয়ার্ড দিয়ে পাশ হয়।তাই অন্যান্য জায়গায় জল ড্রেন দিয়ে পাশ হয়ে গেলেও এই ওয়ার্ডে জল জমে যায় আর সমস্যায় পড়ে সুর্যসেন পল্লীর বাসিন্দারা।শহরের এই ওয়ার্ডে এলে বোঝা যাবে কিভাবে অলিখিত ভাবে এলাকার মানুষ জল বন্দী হয়ে আছে।এই বিষয়ে ওই ওয়ার্ডের বাসিন্দা আশা মন্ডল জানান, সামান্য বৃষ্টি হলেই বাড়ির মধ্যে জল প্রবেশ করে। ড্রেনের নোংরা জল নিয়ে বাড়িতে প্রবেশ করে বলে ভয় হয়।প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি।যদি রাস্তাটা উঁচু করে করা হয় কিংবা ড্রেনটা ভালো করে হয় তাহলে জলযন্ত্রনা থেকে মুক্তি পাওয়া যাবে।তবে পৌর প্রশাসন সুত্রে জানা গিয়েছে, আরামবাগ শহরে হাইড্রেনের কাজ সম্পুর্ন হয়ে গেলে এই সমস্যার সমাধান হয়ে যাবে।সবমিলিয়ে এখন দেখার আরামবাগের সুর্যসেন পল্লীর বাসিন্দাদের কবে জলযন্ত্র থেকে মুক্তি হয়।