হুগলি, ২০ এপ্রিল:- আমি যাই করি তাই মিম হয়, আমি সব সময় হাসি সেটাও সাঙ্ঘাতিক একটা মিমের কারন,রচনা কেন হাসছে, রচনা কেন খাচ্ছে, রচনা কেন হাত নারছে, রচনা কেন চিৎকার করে কথা বলছে। সবেতেই, আমি যা করব তাই মিমস। আজ বলাগড়ে প্রচারে বেরিয়ে বলেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা জানান, একটি বিয়ে বাড়িতে আমন্ত্রণ করল। বিরিয়ানি রান্না হচ্ছে আমাকে বলল খেতে কিন্তু প্রচারে যেতে হবে তাই বসে বিরিয়ানি খেলে হবে না।
বলাগড়ের একতারপুর পঞ্চায়েত এলাকায় প্রচার গাড়ি ঘোরার সময় গ্রামের মহিলার তাদের জল কষ্টের কথা বলেন। পানীয় জলের অভাব রয়েছে গ্রামে। গ্রামবাসী পদ্ম পাল বলেন, আমাদের গ্রামে জল নেই আমরা জলের জন্য মরে যাচ্ছি দিদিকে বলেছি। দিদি বললেন হবে। রচনা বলেন, সবাই ভালোবাসা আর আশির্বাদ রেখো তারপর পাঁচ বছর দেখো আমি কি করি। সব সময় পাশে পাবে।বিশ্বাস রেখো নিরাশ করব না কাউকে।