এই মুহূর্তে জেলা

আমি বাঙাল, ঘটি নই তবু আলু পোস্ত খেতে ভালোবাসি।

হুগলি, ২০ এপ্রিল:- বলাগড়ের একতারপুরের গাজিপাড়া আদিবাসী বাড়িতে মধ্যাহ্ন ভোজ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃনমূল প্রার্থীর জন্য শাক, ভাত, শুক্তো, ডাল, পটল ভাজা, আলু পোস্ত, আলু পটলের তরকারি, দই এর ব্যবস্থা হয়েছিল। মাটির থালায় কলাপাতা দিয়ে সাজিয়ে খেতে দেওয়া হয় তাকে। মাটির বারান্দায় বসে স্থানীয় তৃনমূল নেতৃত্বের সঙ্গে খাওয়া দাওয়া করেন রচনা। তিনি বলেন, প্রত্যেকটা আইটেম ভালোবেসে বানিয়েছে খুব ভালো করে খেলাম। আলু পোস্ত চেয়ে খেয়ে রচনা বলেন, আমাকে দিতে ভুলে গিয়েছিল। আলু পোস্ত ভালোবাসি। সবই খাই বাঙালি খাবার আর পোস্ত ছাড়া নিরামিষ খাবার অসম্পূর্ণ।

যদিও বাঙাল, আমি ঘটি নই তবুও আলুপোস্ত খেতে ভালোবাসি। মাটির দাওয়ায় বসতে অসুবিধা হয়না কারন যোগা করেন বলে জানান রচনা। এদিন আবারও দই খেয়ে বলেন হুগলির দই ভালো। সিঙ্গুর না বলাগড়ের দই এ প্রশ্নে বলেন, আমি কি একটা জায়গার নাম বলে অন্য জায়াগকে দুঃখ দেবো নাকি। যার মাটির দাওয়ায় বসে ভাত খান তৃনমূল প্রার্থী সেই ছবি মান্ডি বলেন আমাদের ঘর নেই মাটির ঘরে বাস করছি। রচনা তাকে আশ্বস্ত করে বলেন, সব হয়ে যাবে ঠাকুরের উপর ভরসা রাখো।