কলকাতা এই মুহূর্তে

পরেশনাথ মন্দিরে নিবেদন প্রক্রিয়াতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৫ সেপ্টেম্বর:- সোমবার বেলগাছিয়ার পরেশনাথ মন্দিরে গিয়ে ‘নিবেদন’ প্রক্রিয়াতেও যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরেশনাথের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্জ্বলনও করেন। এদিন তিনি বলেন, মহাবীর ও পরেশনাথ ভক্তরা মানবিক এবং নারী স্বাধীনতায় বিশ্বাসী। তিনি বলেন, প্রতিটা ধর্মই সমান। প্রতি ধর্মেই মানবজাতির উদ্দেশ্যে ভাল বার্তা দেওয়া থাকে। তা পালন করা উচিৎ।

বলেন, ‘মনের একতাই সবচেয়ে বড় ধর্ম’। মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ ঝগড়ার চেষ্টা করে কিন্তু মানুষের উচিৎ শান্তির জন্য লড়াই কড়া। এই বার্তাই দিয়েছেন মহাবীর। এদিনের আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, মন্দিরের তরফে আয়োজন করা গান, নাচ সহ প্রতিটি আয়োজন খুব সুন্দর।