এই মুহূর্তে জেলা

রামনবমীর পুজো চলছে সকাল থেকে, শোভাযাত্রার প্রস্তুতি শুরু।


হুগলি, ১৭ এপ্রিল:- রিষড়ায় বিভিন্ন সংগঠন থেকে মোট ১৩ টি শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছে। বাঙ্গুর পার্ক, চারুনগর, শীতলা মন্দির, নারায়নধাম, ছাই রোড থেকে শোভাযাত্রা গুলি বেরিয়ে আর বি সি, রবীন্দ্র সরণী, এন এস রোড হয়ে সন্ধা বাজার জিটি রোড মৈত্রী পথ ওয়েলিংটর জুটমিলের সামনে চম্পা রোড খটির বাজার হয়ে মাহেশ জগন্নাথ মন্দিরে শেষ হবে। এই শোভাযাত্রা রিষড়া ও শ্রীরামপুর থানা এলাকা দিয়ে যাবে। প্রায় এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়তি পুলিশ চন্দননগর পুলিশের হেট কোয়ার্টার থেকে নিয়ে আসা হয়েছে।

আধা সামরিক বাহিনীকে কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। সকাল থেকে পরিস্থিতির উপর নজর রাখতে পুলিশ কমিশনার নিজে রিষড়ায় রয়েছেন। হাইকোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষে রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিয়েছে পুলিশ। রামনবমীর উদ্যোক্তা রিষড়া পুরসভার বিজেপি কাউন্সিলর মনোজ সিং বলেন, আমাদের সব শোভাযাত্রার অনুমতি দিয়েছে পুলিশ। রামনবমী ধর্মীয় অনুষ্ঠান দলের অনুষ্ঠান নয় তাই যে কেউ আসতে পারেন।তবে আমরা কাউকে আমন্ত্রণ করিনি। তবে শর্তে বলা হয়েছে দুশো লোক থাকতে পারবে এটা হয়ত মানা সম্ভব হবে না। বহু মানুষ শোভাযাত্রায় অংশ নেবে। কোনো অশান্তি যাতে না হয় আমরাও সতর্ক আছি।