এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় বাহিনী কোথায় কত মোতায়েন স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিলো কমিশন।

কলকাতা, ৫ জুলাই:- ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোথায় কত মোতায়েন করা হয়েছে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। দু’দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে পঞ্চায়েত নির্বাচনের জন্য বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা রাজ্যে পাঠাচ্ছে। সেই বাহিনীর কত কোম্পানি কোন জেলায় মোতায়েন করা হয়েছে, তা নিয়ে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতেই। এরপরই রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া। হাওড়া জেলায় ৩৭ কোম্পানি ও পূর্ব মেদিনীপুর জেলাতেও ৩৭ কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হচ্ছে। আলিপুরদুয়ার জেলায় ১০ কোম্পানি, বাঁকুড়া জেলায় ১১ কোম্পানি, বীরভূম জেলায় ২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কোচবিহার জেলায় ২৮ কোম্পানি, দক্ষিণ দিনাজপুর জেলায় ১০ কোম্পানি, দার্জিলিং জেলায় ৪ কোম্পানি, হুগলি জেলায় ২৮ কোম্পানি, জলপাইগুড়ি জেলায় ১০ কোম্পানি, ঝাড়গ্রাম জেলায় ৫ কোম্পানি, মালদহ জেলায় ৩০ কোম্পানি, নদিয়া জেলায় ৩১ কোম্পানি, উত্তর ২৪ পরগনা জেলায় ৩৫ কোম্পানি, পশ্চিম বর্ধমান জেলায় ১০ কোম্পানি, পশ্চিম মেদিনীপুর জেলায় ২০ কোম্পানি, পূর্ব বর্ধমান জেলায় ৩৩ কোম্পানি,পুরুলিয়া জেলায় ২৬ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩০ কোম্পানি এবং উত্তর দিনাজপুর জেলায় ২৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।

পশ্চিম বর্ধমান – ৫কোম্পানি SSB ৫ কোম্পানি আসাম পুলিশ মোট ১০ কোম্পানি। পূর্ব বর্ধমান – ২০কোম্পানি SSB, ১কোম্পানি CRPF, ১০কোম্পানি রাজস্থান পুলিশ, ২কোম্পানি অন্ধ্রপ্রদেশ পুলিশ মোট ৩৩কোম্পানি। পশ্চিম মেদিনীপুর – ৯কোম্পানি CRPF, ৬ কোম্পানি গুজরাট পুলিশ, ৫ কোম্পানি কর্ণাটক পুলিশ মোট ২০ কোম্পানি। পূর্ব মেদিনীপুর – ২ কোম্পানি ঝাড়খণ্ড পুলিশ, ২৭কোম্পানি বিহার পুলিশ, ৮ কোম্পানি নাগাল্যাণ্ড পুলিশ মোট ৩৭ কোম্পানি। পুরুলিয়া – ২১কোম্পানি BSF, ৫কোম্পানি ITBP মোট ২৬কোম্পানি। বাঁকুড়া – ৫কোম্পানি CRPF, ৬কোম্পানি BSF মোট ১১কোম্পানি।বীরভূম -২০কোম্পানি ITBP হুগলি-৫কোম্পানি SSB, ১০কোম্পানি হায়দ্রাবাদ পুলিশ, ২কোম্পানি গুজরাট পুলিশ, ৬কোম্পানি গোয়া পুলিশ, ১ কোম্পানি মিজোরাম পুলিশ, ২কোম্পানি তেলেঙ্গানা পুলিশ, ২ কোম্পানি মহারাষ্ট্র পুলিশ মোট ২৮ কোম্পানি। হাওড়া – ২কোম্পানি BSF, ৩০কোম্পানি RPF, ৩ কোম্পানি মহারাষ্ট্র পুলিশ, ২কোম্পানি গুজরাট পুলিশ মোট ৩৭ কোম্পানি।

উত্তর ২৪ পরগণা-১২কোম্পানি CRPF, ৫কোম্পানি CISF, ১০কোম্পানি ছত্তীশগড় পুলিশ, ৮কোম্পানি তামিলনাড়ু পুলিশ মোট ৩৫ কোম্পানি। দক্ষিণ ২৪ পরগণা -২কোম্পানি SSB, ১০কোম্পানি পাঞ্জাব পুলিশ, ১৩কোম্পানি বিহার পুলিশ,৫কোম্পানি ছত্তীশগড় পুলিশ মোট ৩০ কোম্পানি। দার্জিলিং – ২কোম্পানি CRPF, ২কোম্পানি চণ্ডীগড় পুলিশ মোট ৪কোম্পানি। কোচবিহার -১০কোম্পানি CRPF, ১৮কোম্পানি BSF মোট ২৮ কোম্পানি। আলিপুরদুয়ার – ১০কোম্পানি BSF উত্তর দিনাজপুর – ১৪কোম্পানি BSF, ৬কোম্পানি SSB, ৫কোম্পানি ITBP মোট ২৫ কোম্পানি। দক্ষিণ দিনাজপুর -১০ কোম্পানি BSF জলপাইগুড়ি – ১০কোম্পানি BSF মালদা -৯ কোম্পানি BSF, ২১কোম্পানি CRPF মোট ৩০ কোম্পানি। মুর্শিদাবাদ – ৮ কোম্পানি CRPF, ৩৫কোম্পানি CISF, ২কোম্পানি গুজরাট পুলিশ মোট ৪৫ কোম্পানি। নদীয়া – ১২কোম্পানি SSB, ২কোম্পানি ত্রিপুরা পুলিশ, ৫কোম্পানি কর্ণাটক পুলিশ, ৮কোম্পানি কেরালা পুলিশ, ৩কোম্পানি অরুণাচলের পুলিশ, ১কোম্পানি তেলেঙ্গানা পুলিশ মোট ৩১ কোম্পানি। ঝাড়গ্রাম -৫কোম্পানি CRPF।