হুগলি, ১৬ এপ্রিল:- আজ হুগলি চুঁচুড়া পুরসভার ১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডে প্রচার করেন হুগলি লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন ১ নম্বর ওয়ার্ডের মোল্লাপোতা এলাকা শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তিব্র দাবদাহ থেকে বাঁচতে এবার আর হুড খোলা গাড়ি নয়। এবার ছাঁউনি দেওয়া গাড়ি করে প্রচার করছেন তিনি। প্রচারের মাঝে মাঝে প্রার্থী কে বার বার জল খেতে দেখা যায়। এদিনের প্রচারে তাকে সাদা রঙের হালকা চুরিদার পড়ে থাকতে দেখা যায়। বেলা যত বাড়তে থাকে তত তিব্র গরম হতে থাকে পরিবেশ। তবে গরম কে উপেক্ষা করে প্রতিটা এলাকায় মহিলাদের ঢল নামতে দেখা যায়। ফুলের তোরা থেকে লক্ষী ভান্ডার উপহার দেন মহিলারা।
এদিন সাংবাদিকদের তিনি বলেন এই গরমে কি ভাবে নিজেকে ফিট রেখেছেন এবং নিজের যত্ন কি ভাবে নিচ্ছেন। তিনি বলেন প্রচুর জল খাচ্ছি, ছাঁচ খাচ্ছি, লসসি খাচ্ছি।যে সব গাড়ি নিয়ে যাচ্ছি সে গুলোই ছাঁউনি করে নিচ্ছি, কারন টানা রোদে থাকা যাচ্ছেনা। অনেকে প্রচার করছেন বিকেলে, তবে আমি সকালে ছাঁউনি দেওয়া গাড়ি ব্যবহার করছি, আর বিকেলে হুড খোলা গাড়ি ব্যবহার করছি। তিনি আরো বলেন আগে ভেবেছিলাম রাজনীতি তে এসে হয়তো আর সেই ভাবে মেকআপ করতে হবেনা, মেকআপ ছাড়ায় থাকবো। কারন সিনেমায় কাজ করার জন্য সারাজীবন মেকআপ করে এসেছি, ভেবেছিলাম আর করতে হবেনা। তবে গরমের জন্য একটু মেকআপ করতে হচ্ছে। তাই শুধু একটু সানস্ক্রিন ব্যবহার করছি।