এই মুহূর্তে জেলা

“টাটাকে সিঙ্গুরে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের”।

হুগলি, ১৩ এপ্রিল:- “টাটাকে সিঙ্গুরে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের”। ভোট প্রচারে বেরিয়ে আবারো সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে টাটা কে ফিরিয়ে আনা হবে বলে আমজনতাকে প্রতিশ্রুতি দিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। জমি আন্দোলনের আঁতুরঘর সিঙ্গুরের গোপালনগরে দাঁড়িয়ে মাইক হাতে আমজনতাকে ভোটের মুখে আবারো শিল্পের বার্তা দিলেন লকেট। এইদিন সকালে সিঙ্গুরের গোপালনগর পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রথমে গোপালনগর রথতাল বারোয়ারী পুজা কমিটির মন্দিরে উপস্থিত পুজো দেন প্রার্থী।

তারপর মানুষের সাথে জনসংযোগ করেন। দলীয় কর্মীর স্কুটিতে চেপে জনসংযোগ করেন প্রার্থী। মাইক হাতে জনতার উদ্দ্যেশে বিজেপি প্রার্থী জানান, টাটা কারখানাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী যেভাবে টাটা কে উপড়ে ফেলেছিল, আমরা চাই আমাদের সরকার এলে সিঙ্গুরে ওই টাটাকেই ফেরাবো, অন্য কাউকে নয়। যে সমস্ত ছেলেমেয়েরা কাজের সূত্রে বাইরে আছে এবং টাটা কারখানার জন্য যারা ট্রেনিং নিয়ে এসেছিল তাদেরকেও ফিরিয়ে আনা হবে।