এই মুহূর্তে খেলাধুলা

ভারতে ফুটবল প্রেমীদের জন্য সুখবর! বড় টুর্নামেন্টের অপেক্ষা ।

স্পোর্টস ডেস্ক ,২ জুলাই:- করোনা প্রকোপ কমতে ইউরোপের বিভিন্ন দেশে ফুটবলযজ্ঞ শুরু হলেও ভারতে এখন ফুটবল শুরুর সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবল ফ্যানেদের হতাশ হওয়া ছাড়া কোনও উপায় নেই। সংকটের এই সময় এবার ফ্যানেদের মুখে হাসি ফোটাতে পারে মেগা টুর্নামেন্টে ভারতের বিড করতে চাওয়ার খবর। এবার ২০২৭ সালে ভারতের মাটিতে বসতে পারে ফুটবলের বড় আসর। ২০২৩ সালের এশিয়ান কাপের আসর চিনে বসতে চলেছে। তার ঠিক চার বছর পর ২০২৭ সালে এশিয়া ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট আয়োজনের দৌড়ে কাতারের সঙ্গে লড়াই করবে ভারত।

প্রসঙ্গত ২০২২ সালে কাতারে বিশ্বকাপ আয়োজন হতে চলেছে। কাতার ছাড়াও সৌদি আরব, উজবেকিস্তানের মতো দেশের সঙ্গেও ভারতকে টুর্নামেন্টে পেতে বিডিংয়ে লড়তে হবে। ভারতের মাটিতে এখনও পর্যন্ত এশিয়ার সবচেয়ে বড় ফুটবলের এশিয়ান কাপের আসর বসেনি। পরের বছর এশীয় ফুটবলের সর্বময় সংস্থা এশিয়ান কাপের আয়োজক দেশের নাম ঘোষণা করবে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত এশিয়ার হেভিওয়েট দেশগুলোকে টক্কর দিয়ে বিডের লড়াই ভারত জেতে কিনা সেটাই এখন দেখার।