হুগলি, ৭ এপ্রিল:- গতকাল রাতে বাঁশবেড়িয়ায় হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর গাড়িতে হামলার ঘটনায় হুগলি গ্রামীন পুলিশের ডেপুটি পুলিশ সুপার প্রিয়ব্রত বক্সী সাংবাদিক সম্মেলন করে বলেন, বিজেপি প্রার্থী বলাগড় থেকে চুঁচুড়ায় ফিরছিলেন। হঠাৎ তিনি বাঁশবেড়িয়া পুরসভার ১৭ নং ওয়ার্ডে একটি কালী পুজোয় যান। যার কোন তথ্য পুলিশের কাছে ছিল না। সেখানে পুজো দিয়ে ফেরার পথে তৃনমূল সমর্থকরা তার গাড়ি লক্ষ্য করে স্লোগান দেন। পাল্টা বিজেপি সমর্থকরা ও স্লোগান দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনায় বিজেপি প্রার্থীর গাড়ির কোন ক্ষতি হয়নি বা শারীরিকভাবে তিনি কোন আঘাত পাননি।
বিজেপি প্রার্থী লিখিত কোন অভিযোগ এখনো পর্যন্ত কোন থানায় জানাননি। তবে ঘটনায় বিজেপি সমর্থক দেবাশিষ মুখার্জি বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি সহ ১৭ জনের নামে একটা অভিযোগ দায়ের করেছেন মগরা থানায়। পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এখনো কোন আটক নেই। নির্বাচন কমিশন যদি পুলিশের থেকে কোন বিষয়ে কিছু জানতে চান, তাহলে পুলিশ সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন। ঘটনার প্রতিবাদে রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে মগরা থানার সামনে পথ অবরোধ শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। অবরোধের জেরে জিটি রোডে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পরে।