হাওড়া, ৭ এপ্রিল:- আজ বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ প্রয়াত স্বামী স্বামী স্মরণানন্দজী মহারাজের মহাসমাধি উপলক্ষে বিশেষ পূজা, ভজন ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। প্রথামত ভোরবেলায় ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এরপর হয় বিশেষ পূজা এবং হোম। মঠ সূত্রে জানা গেছে, স্বামী স্মরণানন্দজী মহারাজের মহাসমাধি উপলক্ষে রবিবার ৭এপ্রিল, ২০২৪ (২৪ চৈত্র, ১৪৩০) বিশেষ পূজা, ভজন ও স্মরণসভার আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠে। এদিন ভোরে মঙ্গলারতি হয়। এরপর শ্রীশ্রীঠাকুরের মন্দিরে শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা ও হোম হয়। এরপর হয় বৈদিক মন্ত্রপাঠ। সকাল থেকে সভামণ্ডপে ভক্তিগীতি,
শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, পদাবলী কীর্তন, বাউল গান, ভজন, কালীকীর্তন এবং স্মরণসভার আয়োজন করা হয়েছে। এরই মাঝে আগত ভক্ত এবং দর্শকদের জন্য হাতে হাতে ভোগের ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যায় হবে সন্ধ্যারতি। এই উপলক্ষে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ সকাল থেকেই জমায়েত হয়েছেন বেলুড় মঠে। প্রসঙ্গত, গত ২৬ মার্চ, মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে বেলুড় মঠের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজী প্রয়াত হন। নিয়মমতো ১৩ দিনে হয় এই অনুষ্ঠান, যাকে পরিভাষায় যাকে ভান্ডারা বলা হয়। আজ সারাদিন ধরে চলবে অনুষ্ঠান। এই উপলক্ষে আজ সারাদিন বেলুড় মঠ খোলা থাকবে।