হাওড়া, ৪ এপ্রিল:- রেলের অর্থোপেডিক হাসপাতালকে হাওড়া থেকে স্থানান্তরিত করার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রেল কর্মচারীরা। হাওড়া ও আশপাশের কয়েক লক্ষ রেল কর্মী ও অবসরপ্রাপ্ত রেলকর্মীরা এই হাসপাতাল থেকেই চিকিৎসা পরিষেবা পান। তাই এই হাসপাতাল অন্যত্র স্থানান্তরিত করা যাবে না বলে দাবি তুলেছেন আন্দোলনকারীরা। এদিন ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন হাওড়া ময়দানে অবস্থিত ইস্টার্ন রেলওয়ের অর্থোপেডিক হাসপাতাল স্থানান্তরের বিরুদ্ধে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান।
বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করেন এবং হাসপাতাল স্থানান্তরের বিরুদ্ধে স্লোগান দেন। ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন পেনশনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বিকাশ চন্দ্র পাল জানান, হঠাৎ করেই হাসপাতাল স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত হাসপাতাল স্থানান্তরের বিষয়ে আমাদের কোনও আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। তবে বলা হচ্ছে এই হাসপাতালটি আংশিকভাবে বিভিন্ন স্থানে স্থানান্তর করা হবে। এখান থেকে হাসপাতাল স্থানান্তরিত হওয়ায় রেলের কর্মচারীরা অনেক সমস্যায় পড়বেন। এ নিয়েই এই আন্দোলন শুরু হয়েছে।