এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর ছবিতে মালা দিয়ে সবুজ আবির মেখে উল্লাস সিঙ্গুরে।


হুগলি, ২ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর ছবিতে মালা দিয়ে সবুজ আবির মেখে উল্লাস সিঙ্গুরের লক্ষ্মীশ্রীরা। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীভান্ডারের টাকা দ্বিগুন হওয়ায় খুশি সিঙ্গুরের পুরুষোত্তমপুর গ্রামের মহিলারা।

মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস, ভারসা ছিল। আর সেটাই বাস্তবায়িত হয়েছে। খেলা হবে গান বাজিয়ে গ্রামের মহিলারা লক্ষীর ঘট নিয়ে উল্লাসে মেতে উঠেছে। এবারের ভোটে খেলা হবে বলে দাবি লক্ষীশ্রীদের।