এই মুহূর্তে জেলা

দিনেদুপুরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ চুঁচুড়ায়।

হুগলি, ৩১ মার্চ:- দিনেদুপুরে এক সুপারি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। চুঁচুড়ার পল্লীশ্রীর বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম দীপক সাহা ওরফে মৃণাল। পুলিশ সূত্রে খবর, সুগন্ধার কাছে বছর সাতান্নর মৃণালের সুপারি কারখানা রয়েছে। বাড়ি থেকে তিনি মোটর স্কুটি অথবা নিজের চারচাকা গাড়ি নিয়ে ওই কারখানায় যাতায়াত করেন। মৃণাল জানান, এ দিন দুপুর একটার পর কারখানা থেকে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। আমরপুর মাঠের কাছে পাঁচ-ছ’টি বাইক ওভারটেক করে তাঁর সামনে এসে দাঁড়ায়।

মৃণালের দাবি, প্রতি বাইকে দু’তিন জন করে থাকা সকলের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। সেই আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে তাঁকে একটি বাইকে তুলে চুঁচুড়ার দিকে নিয়ে আসার চেষ্টা চলছিল। ধাক্কাধাক্কিতে বাইক থেকে পড়ে যান মৃণাল। ততক্ষণে রাস্তায় লোকজন চলে আসায় চম্পট দেয় দুষ্কৃতিরা। বাইক থেকে পড়ে মৃণালের বাঁ পা ভেঙেছে। তিনি চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পোলবা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ীর ছেলে দেবাশিস সাহা।