এই মুহূর্তে জেলা

পরপর মন্দিরে চুরি জগৎবল্লভপুরে, চাঞ্চল্য।


হাওড়া, ১ এপ্রিল:- ফের পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরে। রবিবার রাতে জগৎবল্লভপুরের বাদেবেলিয়া মহিষগোট এলাকায় দুটি মন্দির ও একটি গোডাউন ভেঙে চুরি হয় লক্ষাধিক টাকার সরঞ্জাম, সোনার গহনা ও নগদ টাকাপয়সা। পরপর চুরির ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। সোমবার সকালে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।