এই মুহূর্তে কলকাতা

মঙ্গলবার থেকে মেধা তালিকায় সন্তুষ্ট না হয়ে অভিযোগ দায়ের করা শিক্ষকদের শুনানি শুরু।

কলকাতা , ৯ আগস্ট:- রাজ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাতালিকায় সন্তুষ্ট হতে না পেরে যে সব প্রার্থী লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুল সার্ভিস কমিশন মঙ্গলবার থেকে তাদের অভিযোগের শুনানি শুরু করবে। শুনানির জন্য প্রাথমিকভাবে ২ হাজার ১১০টি অভিযোগ পত্র বাছাই করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সব অভিযোগ খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তি করার জন্য দুই দফায় শুনানি হবে।

প্রথম দফায় সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টার মধ্যে অভিযোগকারীদের কমিশনের সদর কার্যালয় আসার জন্য বলা হয়েছে। মঙ্গলবার থেকে থেকে চার দিন ১ হাজার ২৭০ জনের এবং বাকি অভিযোগ দ্বিতীয় দফায় ১৬ তারিখ থেকে দু দিনের মধ্যে নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।