এই মুহূর্তে জেলা

প্রয়াত স্বামী স্মরণানন্দজির প্রতি অন্তিম শ্রদ্ধা রাজ্যপালের, এলেন বিরোধী দলনেতাও।


হাওড়া, ২৭ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রয়াত অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজির প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদন করে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার সন্ধ্যে নাগাদ তিনি বেলুড় মঠে আসেন। মঠের সাংস্কৃতিক ভবনে এসে পুষ্পস্তবক দিয়ে মহারাজের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গভীর শোক প্রকাশ করেন।

পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেলুড় মঠে এসে প্র‍য়াত অধ্যক্ষের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে গেলেন। পাশাপাশি হাওড়ার সাংসদ প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও এদিন বেলুড় মঠে এসে শ্রদ্ধা নিবেদন করেন।