এই মুহূর্তে কলকাতা

ফের কুরুচিকর ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীকে দিলীপ ঘোষের।


কলকাতা, ২৬ মার্চ:- কুকথায় তার জুড়িমেলা ভার। প্রতিপক্ষের নেতা-মন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করে একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন। এমনকি বিজেপি শীর্ষ নেতৃত্বও তাকে বেশ কয়েকবার সেন্সর করেছেন। যদিও তাতে মোটেও স্বভাব বদলাননি দিলীপ ঘোষ। মঙ্গলবার প্রচারে নেমে ফের কুরুচিকর ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। শালীনতার সব সীমা ডিঙিয়ে মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়েও খোঁচা দেন। আর ওই খোঁচা দিতে গিয়েই বিপাকে পড়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী। ইতিমধ্যেই দিলীপের মন্তব্য নিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার সকালে দুর্গাপুরে চতুরঙ্গ মাঠ থেকে অম্বুজা এলাকায় প্রাতভ্রমণ করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রতিপক্ষ তৃণমূল কংগ্রসের প্রার্থী কীর্তি আজাদ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। কটাক্ষের সুরে বলেন, ‘কীর্তি আজাদ দিদির হাত ধরে এসেছেন। সেই দিদির পা-ই টলছে। এখন তাঁর বাড়ির লোক তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মেরে ফেলে দেবেন উনি বুঝতেই পারবেন না।’ এখানেই ক্ষান্ত দেননি বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া। বাংলার মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে খোঁচা দিয়ে বলেন, ‘দিদি যখন গোয়ায় যান তখন সেখানে গিয়ে বলেন তিনি গোয়ার মেয়ে।

ত্রিপুরাতে যখন যান তখন সেখানে বলেন তিনি ত্রিপুরার মেয়ে। আগে নিজের প্রকৃত বাবা কে, সেটা খুঁজুন দিদি। দিলীপের ওই কুরুচিকর মন্তব্য নিয়ে রীতিমতো নিন্দার ঝড় ওঠে। তৃণমূল কংগ্রসের তরফে নির্বাচন কমিশনে নালিশ ঠুকে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়। ওই অভিযোগ পেয়েই নির্বাচন কমিশনের তরফে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে দিলীপ ঘোষের মন্তব্য সম্পর্কে রিপোর্ট তলব করা হয়।