এই মুহূর্তে কলকাতা

ভোটের কাজে পোস্টার বা লিফলেট ছাপার প্রিন্টারদের নাম ঠিকানা আবশ্যিক করার নির্দেশ কমিশনের।

কলকাতা, ২৪ মার্চ:- নির্বাচন কমিশন এবার থেকে রাজনৈতিক দলের যে সমস্ত পোস্টার এবং লিফলেট ছাপানো হচ্ছে ভোট প্রচারের জন্য তা এবার নজরদারির আওতায় আনা হচ্ছে। এই ধরনের পোস্টার বা লিফলেটের প্রিন্টারের নাম ঠিকানা আবশ্যিক করা র নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসকদের। এই নিয়ম লঙ্ঘন করা হলে প্রিন্টার দের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে বলে তাদের সতর্ক করা হয়েছে।সূত্রে জানা গেছে কমিশন এর পক্ষ থেকে বলা হয়েছে যে ১৯৫১সালের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী লিফলেট এর বিষয়বস্তু চাপানোর আগে টা জেলাশাসক দের জানাতে হবে। এইসঙ্গে ভোটের প্রচারে সরকারি গাড়ির অপব্যবহার রুখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন। প্রচারের কাজে কোন নেতা মন্ত্রী সরকারি গাড়ি ব্যবহার করতে পারবে না এজন্য তাদের উপরও নজর রাখবে কমিশন।