হুগলি , ২১ জানুয়ারি:- ভদ্রেশ্বর ডালহৌসি জুটমিলে আর তিনটে পনেরো নাগাদ হঠাৎই আগুন লেগে যায়। ৩.১৫ নাগাদ আগুন লাগে তাঁত স্পিনিং বিন বিভাগে। সেই আগুনে বেশ কয়েকটি ইউনিট পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থানে তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ করে। দীর্ঘক্ষনের চেষ্টায় আগুন নেভানো গেলেও পাটের সুতোয় আগুন জ্বলতে থাকে। কি কারনে আগুন তা স্পস্ট […]
বাঁকুড়া , ২৮ অক্টোবর:- উমা বিসর্জনের দিনেই রাবণ কাটা উৎসবে মাতেন বাঁকুড়ার বিষ্ণুপুর শহরবাসী। দশমী থেকে তিনদিন বাংলার প্রাচীন জনপদে পাড়ায় পাড়ায় চলে জাম্বুবান সুগ্রীব বিভীষণ হনুমানদের নৃত্য। দ্বাদশীর গভীর রাতে রঘুনাথজির মন্দিরে রাবণ বধের মধ্য দিয়ে শেষ হয় শতাব্দী প্রাচীন এই উৎসব। কিন্তু এ বছর ছবিটা অন্যরকম এবছর হচ্ছে না পারায় পারায় নৃত্য। শুধুমাত্র […]