হাওড়া, ২১ মার্চ:- বৃহস্পতিবার সকালে হাওড়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হাওড়ার সাঁকরাইল দক্ষিণে মৌড়িগ্রাম এলাকায় প্রচার করেন। তিনি পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। ভোট প্রার্থনা করেন। প্রচারে বামেদের দাবি, দেশের সরকার বদলের এই ভোটে বিজেপির বিকল্প বামেরাই।
সংসদে মানুষের কথা বলার লোক চাই। মানুষের কাছে সেই বার্তা তুলে ধরা হচ্ছে। অন্যদিকে, এদিন এর পাশাপাশি প্রয়াত ছাত্রনেতা স্বপন কোলের গ্রামে যান সব্যসাচীবাবু। স্বপন কোলের আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজের শহীদ বেদী জল দিয়ে ধুয়ে পরিস্কার করে মাল্যদান করেন তিনি।