এই মুহূর্তে কলকাতা

দিনহাটায় তৃণমূল-বিজেপির সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখতে রাজ্যপাল।


কলকাতা, ২০ মার্চ:- কোচবিহারের দিনহাটায় তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সেখানে যাচ্ছেন। আজ দুপুরে সাড়ে বারোটা নাগাদ বিমানে তিনি বাগডোগরার উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে সড়কপথে তিনি দিনহাটা যাবেন। উল্লেখ্য গতকাল রাতে কোচবিহারের দিনহাটায় তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয়৷ রাস্তায় নেমে হাতাহাতি করতে দেখা যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাথা ফেটে যায় দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের৷ সেই ঘটনায় গত রাতেই রাজ্য সরকার ও ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল৷ এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল৷