হাওড়া, ১৯ মার্চ:- ‘বাকযুদ্ধ’ দূরে ঠেলে উত্তর হাওড়ায় প্রসূনকে নিয়ে প্রচারে নামলেন গৌতম।মঙ্গলবার সকালে উত্তর হাওড়ায় বাংলা অধিকার যাত্রার প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস। এদিন বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে ১৫ নম্বর ওয়ার্ডের বিজয় মুখার্জী রোড দু’নম্বর বরো অফিসের সামনে থেকে প্রচার শুরু হয়।
ভোলে বাবা মন্দিরে পুজো দিয়ে হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করেন। হাওড়া এসি মার্কেট চত্বরে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগও করেন প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে জেতার পক্ষে আশাবাদী প্রার্থী প্রসূন।